
ময়মনসিংহের হালুয়াঘাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ উপহার নিয়ে শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
রোববার সকালে উপজেলার চরগোরকপুর নতুন বাজারে সমাজকল্যাণ ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে। এসময় ঈদ উপহার হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার চরগোরকপুর এলাকার একঝাঁক তরুণরা গত ২০২৩ সালে এই সংগঠনটি যাত্রা শুরু করে । প্রতিবছরের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে এলাকার অসহায় গরিব শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন। আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চরগোরকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ.কে. এম শহিদুল্লাহ, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, আবুল খায়ের গ্রুপের অডিট ম্যানেজার আতিকুল ইসলাম আতিক, স্থানীয় সাবেক মেম্বার আলী হোসেন, সংগঠনের সভাপতি ফারকু আহমেদ আশিক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুর্জয়, সহ-সভাপতি সজিব মিয়া, মনির হোসন সহ ক্লাব ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জানান, তরুণরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রসংসনীয়। প্রতবিছর যেন তাঁরা মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য দোয়া প্রার্থনা করেন।
সভাপতি ফারুক আহমেদ আশিক বলেন, আমরা প্রতিবছর ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এ বছর শতাধিক মানুষকে ঈদ উপহার হিসেবে ইদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সামনের বছর আরো বেশি মানুষের পাশে থাকার চেষ্ঠা করবো। সকলের কাছে দোয়া চাই।