
ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় এক দম্পতি নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চুরখাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানাগেছে, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।