
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আবু জাফর মোঃ সালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন।
প্রাথমিক শিক্ষক পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান , প্রভাষক আব্দুল্লাহ আল সানি প্রমুখ।