
শেরপুরের নালিতাবাড়ীতে যুবদল ও ছাত্র দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া, ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দুর্দিনের কান্ডারী, বিশিষ্ট শিল্পপতি, নালিতাবাড়ীর কৃতি সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী। শহরের নিলামপট্টী দলীয় কার্যালয়ে এই ইফতার ও দোয়া আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।