
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নে অষ্টকালীন লীলা কীর্তন উপলক্ষে আয়োজক কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি দুলাল চৌধুরী।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে কেউ সংখ্যালঘু পরিচয়ে বসবাস করবে না। সবার পরিচয় হবে বাংলাদেশের নাগরিক হিসেবে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আপনারা কেউ ভারতের ষড়যন্ত্রে পা দিবেন না। সকলকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
সোমবার (২৪ মার্চ) রাত ৯টায় উপজেলার উত্তর নাকশী গ্রামে অষ্টকালীন লীলাকীর্তন উপলক্ষে আয়োজক কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়কালে এসব কথা বলেন৷
কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা তাতীদলের আহ্বায়ক রউফ আলী, সদস্য সচিব সোলাইমান, শহর মৎস্যজীবী দলের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিজুল ইসলাম মিন্টু, উপজেলা শ্রমিকদলের নেতা সাদ্দাম হোসেন, কলসপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল ইসলাম সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷