, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
হালুয়াঘাটে শতাধিক পরিবার পেল ঈদ উপহার অসহায় ৬০ পরিবারের পাশে মরিচপুরান ইউনিভার্সাল ফ্রেন্ডস্ ক্লাব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঈদের কেনাকাটা হলো না তাদের মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস নালিতাবাড়ীতে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের আয়োজনে ইফতার সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর মতবিনিময় আস সুন্নাহ ফাউন্ডেশনের টাকায় জমি বন্ধক

যথাযথ মূল্যায়ন না করলে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৭ পড়া হয়েছে

অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও একটি করে স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।

জনপ্রিয়

হালুয়াঘাটে শতাধিক পরিবার পেল ঈদ উপহার

যথাযথ মূল্যায়ন না করলে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।