
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি নদী চেল্লাখালীতে অবৈধ বালু উত্তোলন করার দায়ে ১৭ টি শ্যালো চালিত ড্রেজার মেশিন ও বালু তোলার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
শনিবার উপজেলার পোরাগাঁও ইউনিয়নের বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায়ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
বালু তোলা বন্ধে এই অভিযানে এসময় ১৭ টি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়। জব্দ করা হয় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল।
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।